১লা জানুয়ারি পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্ত ও অনুরাগী বৃন্দদের কাছে একটি বিশেষ দিন। ১৮৮৬ সালের এই দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার ভক্ত মন্ডলীদের মন বাঞ্ছা পূর্ণ করে কল্পতরু হয়েছিলেন। যদিও শ্রী শ্রী রামকৃষ্ণলীলাপ্রসঙ্গকারের মতে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব একবার নয় সর্বদাই কল্পতরু, তাঁর কাছে আন্তরিক চাইলে তিনি কৃপা করেন। এই দিনটিকে স্মরণ করে রামকৃষ্ণ মঠ কাঁকুড়গাছি, যোগোদ্যানে ভক্ত রামচন্দ্র দত্ত কল্পতরু উৎসব শুরু করেন ১৮৮৭ সালে। এরপর কাশীপুর রামকৃষ্ণ মঠ, বেলুড়ের শাখা কেন্দ্র হিসেবে পরিগণিত হলে কাশিপুরে কল্পতরু উৎসব অত্যন্ত ধুমধাম এর সঙ্গে শুরু হয়। এই উৎসবের ছোঁয়া এখন প্রায় সর্বত্র। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, বাগবাজার মায়ের বাড়ি ইত্যাদি সব কেন্দ্রেই। রামকৃষ্ণ মিশন, কল্যাণীতেও ভোর সাড়ে চারটা থেকে মঙ্গল আরতি, পূজা, ভজন, শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি পাঠ, শ্রুতি নাটক ও ধর্ম সভার মাধ্যমে এই দিনটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া ৫০ জন আদিবাসী ছাত্র-ছাত্রীদের শীতকালীন বস্ত্র – তোষক, বিছানার চাদর, বালিশ ও মাফলার নিবেদিত হয়। এই অনুষ্ঠানে প্রায় তিন হাজার ভক্ত দুপুরের প্রসাদ পান। সারাদিন ভক্তদের আনাগোনার সংখ্যাও কম ছিল না।

