Author: Nimai Chand Paitya

১লা জানুয়ারি পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্ত ও অনুরাগী বৃন্দদের কাছে একটি বিশেষ দিন। ১৮৮৬ সালের এই দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার ভক্ত মন্ডলীদের মন বাঞ্ছা পূর্ণ করে কল্পতরু হয়েছিলেন। যদিও শ্রী শ্রী রামকৃষ্ণলীলাপ্রসঙ্গকারের মতে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব একবার নয় সর্বদাই কল্পতরু, তাঁর কাছে আন্তরিক চাইলে তিনি কৃপা করেন। এই দিনটিকে স্মরণ করে রামকৃষ্ণ মঠ কাঁকুড়গাছি, যোগোদ্যানে ভক্ত রামচন্দ্র দত্ত কল্পতরু উৎসব শুরু করেন ১৮৮৭ সালে। এরপর কাশীপুর রামকৃষ্ণ মঠ, বেলুড়ের শাখা কেন্দ্র হিসেবে পরিগণিত হলে কাশিপুরে কল্পতরু উৎসব অত্যন্ত ধুমধাম এর সঙ্গে শুরু হয়। এই উৎসবের ছোঁয়া এখন প্রায় সর্বত্র। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, বাগবাজার মায়ের বাড়ি…

Read More